রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য ব্রিটিশ বাহিনীকে প্রস্তুত হতে হবে’

ব্রিটেনের নতুন জেনারেল স্টাফ জেনারেল প্যাট্রিক স্যান্ডার্স বলেছেন, ইউরোপে আরেকবার যুদ্ধ করার জন্য তার দেশের সামরিক বাহিনীকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, রাশিয়াকে পরাজিত করার সক্ষমতা অর্জন করা জরুরি হয়ে পড়েছে।

জেনারেল স্যান্ডার্সের বরাত দিয়ে স্কাই নিউজ গতকাল (রোববার) এ খবর দিয়েছে। গত ১৩ জুন তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। এরপর তিনি এক চিঠিতে বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ব্রিটিশ সেনাদেরকে হেয় করেছে। এ অবস্থায় ব্রিটেনকে রক্ষার জন্য ব্রিটিশ সেনাদেরকে স্থল যুদ্ধ ও বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। মিত্রদের সঙ্গে পাশে থেকে রাশিয়াকে পরাজিত করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।   

চিঠিতে জেনারেল স্যান্ডার্স বলেছেন, ‘নিরাপত্তাহীনতার যুগে’ তিনি নতুন দায়িত্ব নিচ্ছেন।” একইসঙ্গে তিনি বলেছেন, ১৯৪১ সালের পর তিনিই প্রথম মহাদেশীয় ক্ষমতার জন্য ইউরোপে স্থল যুদ্ধের ঝুঁকির মধ্যে চিফ অব জেনারেল স্টাফের দায়িত্ব নিচ্ছেন।  

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেন সফর থেকে ফিরে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করার পর জেনারেল প্যাট্রিক স্যান্ডার্স এসব কথা বললেন। জনসন বলেছেন, “আমি ভয় পাচ্ছি যে, এখনো আমাদের দীর্ঘ লড়াইয়ের জন্য দৃঢ় থাকতে হবে। পুতিন ইউক্রেনকে বর্বর আগ্রাসনের মাধ্যমে শেষ করেন দেবেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news