মধ্যপ্রাচ্যে আগামী ২৯ মার্চ (২৯ রমজান) শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না বলে নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। কারণ ওইদিন চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে এবং চাঁদ-সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর। ফলে খালি চোখে বা টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার কোনো সম্ভাবনাই নেই।

যেসব দেশ শুধু চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে, সেসব দেশে রমজান ৩০ দিনের হবে। অর্থাৎ, মধ্যপ্রাচ্যসহ ইসলামিক বিশ্বে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।
বিশ্বজুড়ে চাঁদ দেখার অবস্থা

সংস্থাটি জানায়, ২৯ মার্চ শাওয়ালের চাঁদ পৃথিবীর পূর্বাঞ্চলে কোথাও দেখা যাবে না। আমেরিকা মহাদেশের কিছু অংশ থেকে শুধুমাত্র শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। তবে খালি চোখে দেখা সম্ভব নয়।
আরব দেশগুলোতে চাঁদের অবস্থান

    জাকার্তা, ইন্দোনেশিয়া: সূর্যাস্তের ৬ মিনিট আগে চাঁদ অস্ত যাবে, তাই সেখানে চাঁদ দেখার সম্ভাবনা নেই।
    মাসকাট, ওমান: চাঁদ অস্ত যাবে সূর্যাস্তের ৫ মিনিট পর, বয়স থাকবে ১ ঘণ্টা ৪৮ মিনিট, দূরত্ব মাত্র ১.৫ ডিগ্রি।
    মক্কা, সৌদি আরব: সূর্যাস্তের ৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে, বয়স ৩ ঘণ্টা ২৮ মিনিট, দূরত্ব ২.২ ডিগ্রি।
    আম্মান, জর্ডান ও জেরুজালেম, ফিলিস্তিন: সূর্যাস্তের ১১ মিনিট পর চাঁদ অস্ত যাবে, বয়স ৩ ঘণ্টা ৫৫ মিনিট, দূরত্ব ২.৩ ডিগ্রি।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সূর্য থেকে চাঁদের দূরত্ব ৭ ডিগ্রির কম হলে, খালি চোখে বা টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা অসম্ভব। তাই এবার ২৯ রমজানে ঈদের চাঁদ দেখার কোনো সুযোগ নেই।

news