সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ডিভোর্সের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন মিশেল ওবামা। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে এসব গুঞ্জনের জবাবে তিনি স্পষ্ট জানান, ব্যক্তিগত সময় এবং পরিবারের সঙ্গে সম্পর্কই এখন তার অগ্রাধিকার।
মিশেল বলেন, “আমি এখন নিজেকে এবং আমার পরিবারকে সময় দিচ্ছি। নিজের মতো করে সময় কাটানোর সুযোগ পেয়েছি। আগে হোয়াইট হাউসে থাকার সময় সেটা সম্ভব ছিল না। এখন নিজের ক্যালেন্ডার নিজে ঠিক করতে পারছি, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারছি—এটাই আমার জন্য বড় বিষয়।”
হোয়াইট হাউসে কাটানো আট বছরের ব্যস্ত জীবন থেকে সরে এসে এখন পরিবারকেন্দ্রিক জীবনযাপন উপভোগ করছেন বলেও জানান মিশেল। তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়া ডিভোর্সের গুজব নিয়ে তার বক্তব্য ছিল যথেষ্ট সরস। তিনি বলেন, “আমি এখন বাচ্চাদের পড়াশোনার দিকে মনোযোগ দিচ্ছি, ওদের সঙ্গে সময় কাটাচ্ছি। কিন্তু মানুষ এটাও ভাবছে, বুঝি আমাদের বিচ্ছেদ হতে যাচ্ছে!”
চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠান কিংবা সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে ওবামা দম্পতির অনুপস্থিতি এই গুঞ্জনকে উস্কে দিয়েছিল। তবে মিশেলের ব্যাখ্যায় বোঝা যায়, তারা এখন ব্যক্তিগত পরিসরে কিছুটা গুটিয়ে থাকতেই স্বচ্ছন্দ বোধ করছেন।
মিশেলের বক্তব্য থেকে পরিষ্কার—তিনি এবং বারাক ওবামা ডিভোর্স নয়, বরং জীবনের এই পর্যায়ে পরিবার ও নিজের ব্যক্তিগত সময়কে গুরুত্ব দিচ্ছেন।


