যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা ও বসবাসের অনুমতি বাতিলের প্রক্রিয়া জোরদার করেছে। উচ্চশিক্ষা সংক্রান্ত বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম ইনসাইড হায়ার এড জানায়, গত এক মাসে এই উদ্যোগ আরও তীব্র হয়েছে এবং ভবিষ্যতে এর গতি কমার লক্ষণ দেখা যাচ্ছে না।

আনাদোলু এজেন্সি শুক্রবার জানায়, মাত্র পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৪৭ জন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। যদিও ধারণা করা হচ্ছে, প্রকৃত সংখ্যা আরও বেশি।

ইনসাইড হায়ার এড-এর গবেষণায় উঠে এসেছে, শুধু রাজনৈতিক মতাদর্শ নয়, বরং নানান ছোটখাটো অপরাধ ও প্রশাসনিক ত্রুটির কারণেও শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হচ্ছে।

একটি উদাহরণে বলা হয়, ফ্লোরিডার এক কলাম্বিয়ান শিক্ষার্থী মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার হওয়ার পর এখন অভিবাসন কর্তৃপক্ষ ICE-এর হেফাজতে রয়েছেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অনেক শিক্ষার্থী জানতেই পারছেন না কখন তাদের ভিসা বাতিল হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানই প্রশাসনিক চাপ ও ভয়ের কারণে বিষয়টি গোপন রাখছে, ফলে শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন।

বিশ্লেষকরা বলছেন, এই নীতিগুলো যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি বৈরী পরিবেশ সৃষ্টি করছে। ফলে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা হারাচ্ছেন অনেক মেধাবী শিক্ষার্থী। মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যেই এই নীতিকে "নীরব বিতাড়নের কৌশল" হিসেবে চিহ্নিত করেছে।

news