চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ১৪৫ শতাংশ শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে চীন। এরপরই চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এ বিষয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে তিনি বলেন, “চীন কোনো অন্যায্য দমন-পীড়নকে ভয় পায় না।”

সি জিনপিং বলেন, “চীনের উন্নয়ন ৭০ বছরের পরিশ্রম ও আত্মনির্ভরতার ফল। আমরা কারও দয়ায় এগিয়ে যাইনি। চীন নিজের বিষয় নিজেই সামলাতে জানে এবং জানবেও।”

সম্প্রতি বেইজিং সফরে আসা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে এক বৈঠকে সি জিনপিং আরও বলেন, “বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না। যারা বিশ্বকে বাদ দিয়ে এগোতে চায়, তারা কেবল আত্মবিচ্ছিন্নতার দিকেই এগোয়।”

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক শুল্কারোপ কেবল একটি ‘সংখ্যার খেলা’ যা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অপ্রাসঙ্গিক। এক মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্রের শুল্ক এখন কেবল একটি রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হয়ে উঠেছে।”

মার্চে চীনের ওপর ২০% শুল্ক আরোপের পর একাধিক ধাপে তা বাড়িয়ে ১৪৫% করেন ট্রাম্প। চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে ৮৪%, পরে ১২৫% পর্যন্ত শুল্ক বাড়ায়।

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের এই বাণিজ্য যুদ্ধ এখন আরও ঘনীভূত হচ্ছে। যদিও চীন ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে, তারা শুল্ক বাড়ানোর পথে আর এগোতে চায় না, বরং শান্তিপূর্ণ সমাধানেই আগ্রহী। তবে সি জিনপিংয়ের কণ্ঠে এবার এক কঠোর বার্তা—চীন কখনোই ভয় পায় না।

news