চালু হল হোয়াটসঅ্যাপ, ২ ঘণ্টা বন্ধ থাকার পরে ছন্দে ফিরল পরিষেবা
বিশ্বজুড়ে দীর্ঘসময় বন্ধ থাকার পর চালু হল হোয়াটসঅ্যাপ পরিষেবা (Whatsapp Services Restart)। দুপুর ১২টার পর থেকেই প্রথম এই সমস্যার মুখোমুখি হন ব্যবহারকারীরা। প্রথমে গ্রুপে মেসেজ করা যাচ্ছিল না। তার পরে বন্ধ হয়ে যায় ব্যক্তিগত মেসেজও। প্রায় সঙ্গে সঙ্গেই মেটার তরফে জানানো হয়, যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করা হচ্ছে সমস্যা। কিন্তু তা সহজে হয়নি।
এর আগে কখনও এত বড় সমস্যা দেখা যায়নি হোয়াটসঅ্যাপে। এই বিভ্রাটের জেরে থমকে গেছে বহু পরিষেবা। শুধু ভারত নয় ব্রিটেন-ইতালি-টার্কি থেকেও ব্যবহারকারীরা একই অভিযোগ জানান।
সংস্থার তরফ থেকে এই সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। জানানো হয়েছিল যে, ‘আমরা এই সমস্যার সম্পর্কে ওয়াকিবহাল। খুব দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।’ তারপর কেটে যায় দীর্ঘ দু’ঘণ্টা। ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে পরিষেবা।
অনলাইন টুল ডাউন ডিটেক্টর দুপুর ১২টা ০৭ মিনিটে প্রথম এই সমস্যার অভিযোগ পেতে শুরু করে। অধিকাংশের অভিযোগ, তাঁরা মেসেজ পাঠাতে সমস্যায় পড়ছেন। আবার কেউ কেউ বলছেন, সার্ভার ডিসকানেক্টের সমস্যা হচ্ছে। দুপুর একটার মধ্যে সেই অভিযোগের পরিমাণ দশ হাজার ছাড়িয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সমস্যার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপ ডাউন হতেই টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায়। শুরু নতুন ট্রেন্ড #whatsappdown।
।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/এক


