খড়্গপুর আইআইটি থেকে মেটায় চাকরি পেয়ে কানাডা গেলেন যুবক, দু’দিন পরেই ছাঁটাই-বিপর্যয়

মেটায় চাকরি (Meta Job) পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন খড়্গপুর আইআইটির (Kgp IIT) ছাত্র হিমাংশু ভি। পোস্টিং হয়েছিল কানাডায়, সেইমতো বিদেশে পাড়িও দেন তিনি। কিন্তু স্বপ্নের সেই চাকরিতে যোগ দেওয়ার পরে পেরোল মাত্র দুটো দিন। তার পরেই ছাঁটাই (Laid-Off) হয়ে গেলেন তিনি।
লিঙ্কড ইন ওয়েবসাইটে একটি পোস্ট দিয়ে হিমাংশু লিখেছেন, সম্প্রতি যে বিশাল সংখ্যক কর্মীকে ছাঁটাই করা হয়েছে মেটা থেকে, তারই কোপ পড়েছে হিমাংশুর উপরেও। বিদেশে এসে এভাবে চাকরি খুইয়ে বিপাকে পড়েছেন তিনি। নতুন চাকরির খোঁজে আবেদনও জানিয়েছেন ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এর আগে তিনি অ্যাডোব, ফ্লিপকার্টের মতো সংস্থায় কাজ করেছেন।
বুধবারই ফেসবুক নিয়ন্ত্রক সংস্থা মেটা একটি নোটিস দিয়ে জানায়, মোট কর্মী সংস্থার ১৩ শতাংশ কমানো হবে। ফলে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে দুঃখও প্রকাশ করেন মেটার মালিক মার্ক জুকারবার্গ।
কিন্তু তাতে সমস্যা মিটছে না চাকরি হারানো বহু মানুষের। হিমাংশুও তাঁদেরই একজন। লিঙ্কড ইনে তাঁর করা পোস্টের পরে সান্ত্বনা দিতে ও সাহায্য করতে এগিয়ে এসেছেন অনেকেই। কেউ লিখেছেন, কীভাবে কোনও কোম্পানি ২ দিন আগে অন্য দেশ থেকে কর্মীকে নিয়ে এসে চাকরি থেকে ছাড়িয়ে দিতে পারে! কেউ বা লিখেছেন, এমন পরিস্থিতি তাঁর ক্ষেত্রেও হয়েছিল।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news