ফেসবুকে ১১ হাজার কর্মী ছাঁটাই! সরি বললেন জুকারবার্গ


 টুইটারের পর এবার গণছাঁটাইয়ের পথে পা বাড়ালেন ফেসবুকের (Facebook) প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। প্রথম ধাপে একসঙ্গে সংস্থার ১১ হাজার কর্মীকে বাদ দিলেন (layoff) জুকারবার্গ। বিপুল পরিমাণ কর্মী ছাঁটাইয়ের পর তাঁদের কাছে ক্ষমাও চাইলেন তিনি।
বুধবার ফেসবুকের প্রধান সংস্থা মেটার (Meta) তরফে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। বরখাস্ত হওয়া কর্মীরা ফেসবুকের মোট কর্মীদের ১৩% বলে জানা গেছে। ছাঁটাই করার পাশাপাশি নতুন কর্মী নেওয়া বন্ধ রাখার সময়সীমাও বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে। ১১ হাজার কর্মীকে বাদ দেওয়ার পর একটি বিবৃতিতে জুকারবার্গ জানিয়েছেন, ‘এই সিদ্ধান্ত, এবং যেভাবে এই পরিস্থিতিতে আমরা পড়লাম, তার দায়িত্ব আমি নিচ্ছি। আমি জানি এটা খুবই কঠিন সকলের জন্য। যাঁরা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেন, আমি তাঁদের কাছে বিশেষভাবে ক্ষমাপ্রার্থী।’
গত সেপ্টেম্বর মাসেই প্রথমবার গণছাঁটাইয়ের বিষয়ে তাঁর ভাবনার কথা কর্মীদের জানিয়েছিলেন জুকারবার্গ। তিনি জানিয়েছিলেন, গোটা সংস্থাকেই ২০২৩ সালের মধ্যে নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে তাঁর। তার জন্য কর্মীসংখ্যা কমানো ছাড়াও বিভিন্ন বিভাগের কর্মীদের অদলবদল করা, তাদের টিমগুলিকে ঢেলে সাজানোর কথাও জানিয়েছিলেন তিনি। এছাড়াও জুকারবার্গ জানান, তিনি ভেবেছিলেন কোভিড পরবর্তী সময়ে বিশ্বের অর্থনীতি আগের চেয়ে স্থিতিশীল হবে। কিন্তু সে ব্যাপারে তাঁর ভাবনা যে ভুল ছিল, সে কথাও স্বীকার করে নিয়েছেন মার্ক।
২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথমবার কর্মচারীদের ছাঁটাই করার মতো পদক্ষেপ নিলেন জুকারবার্গ। মোট ৮৭ হাজার কর্মীর মধ্যে ইতিমধ্যেই বাদ পড়েছেন ১১ হাজার। গত কয়েক বছর ধরে বিজ্ঞাপন থেকে আয় কমেছে ফেসবুক তথা মেটার। এছাড়া মেটাভার্স নামক নতুন ভার্চুয়াল পৃথিবী তৈরির কাজে বিপুল টাকা বিনিয়োগ করা হয়েছে, যেখান থেকে লাভের অঙ্ক ঘরে ঢুকতে আগামী বেশ কয়েক বছর লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুকারবার্গ জানিয়েছেন, ফেসবুক প্রতিষ্ঠার পর ১৮ বছরে এই প্রথমবার উন্নতির বদলে বদলে থমকে রয়েছে সংস্থার গ্রোথ। ‘তাই আমাদের অনেক কিছুই মানিয়ে নিতে হবে,’ জানিয়েছেন জুকারবার্গ।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news