অ্যান্ড্রয়েড ফোন কি আদৌ সুরক্ষিত? পাসওয়ার্ড ছাড়াই এই পদ্ধতিতে খুলে যাবে স্ক্রিনলক


 আপনি কি অ্যান্ড্রয়েড ফোন (Android Phone) ব্যবহার করেন? তাহলে নিশ্চই সুরক্ষার (safety) জন্য স্ক্রিন লকের (screen lock) ব্যবস্থা রয়েছে আপনার ফোন? কিন্তু জানেন কি, এই স্ক্রিন লকও সম্পূর্ণ সুরক্ষিত নয়? বরং খুব সামান্য প্রচেষ্টাতেই যে কেউ আনলক করে ফেলতে পারে আপনার আপাত-সুরক্ষিত স্মার্টফোন! সম্প্রতি এক সাইবারস্পেস গবেষক জানিয়েছেন এমনই ভয় ধরানো কথা।
ডেভিড স্কুটজ নামে এক সাইবারস্পেস বিশেষজ্ঞের গবেষণায় জানা গেছে, অ্যান্ড্রয়েড ফোন, বিশেষত যাঁরা গুগল পিক্সেল স্মার্টফোন ব্যবহার করেন, তাঁদের ফোনের নিরাপত্তার জন্য স্ক্রিনলকই যথেষ্ট নয়। স্মার্টফোনটি নাগালে পেলে যে কেউ শুধুমাত্র একটি সিম কার্ডের সাহায্যেই আনলক করে ফেলতে পারবেন তা।

টুইটারে এই বিষয়ে নিজের উদ্বেগের কথা প্রকাশ করেছেন ডেভিড। তিনি লিখেছেন, ‘আমি সম্প্রতি অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি দুর্বলতা খুঁজে পেয়েছি, যার সাহায্যে আমি যে কোনও গুগল পিক্সেল ফোন পাসওয়ার্ড ছাড়াই খুলে ফেলতে পারব। এখনও পর্যন্ত আমার দেখা সবচেয়ে ক্ষমতাশালী ‘বাগ’ এটি। যদিও গত ৫ নভেম্বর বিষয়টির সমাধান বের করে দিয়েছে গুগল। অবশ্যই আপনারা আপনাদের ফোনগুলি আপডেট করে নিন।’

ডেভিড জানিয়েছেন, তিনি নিজের ফোনের স্ক্রিন আনলক করার সময় পাসওয়ার্ড ভুলে গিয়েছিলেন। ৩ বার ভুল পাসওয়ার্ড দেওয়ার পর সিমটি লক হয়ে যায়। এরপর তিনি সিমের পিইউকে কোডটি ব্যবহার করে সেটি আনলক করার চেষ্টা করেন। সিমটি আনলক করার পর যে মুহূর্তে তিনি নতুন পিন সেট করার কাজ শেষ করেন, তিনি লক্ষ্য করেন তাঁর ফোনটি আনলক হয়ে গেছে নিজে থেকেই। 

বিষয়টি দেখে তিনি এতটাই হতবাক হয়ে যান, যে, পরীক্ষা করার জন্য পুরো পদ্ধতিটি আরও কয়েকবার পুনরাবৃত্তি করেন তিনি। স্ক্রিন লক থাকা অবস্থায় সিম কার্ড খুলে বের করে, পিইউকে কোড ব্যবহার করে পিন পাল্টান, এবং সিমটি আবার ফোন লাগিয়ে দেন। প্রতিবারই দেখা যায়, এই পুরো পদ্ধতির পরেই আনলক হয়ে যাচ্ছে স্মার্টফোনের স্ক্রিন।

টুইটারে বিষয়টি নিয়ে যুগপৎ বিরক্তি এবং আশঙ্কা প্রকাশ করেছেন ডেভিড। ফোন আনলক করার সম্পূর্ণ পদ্ধতিটি ভিডিও রেকর্ড করে তা শেয়ারও করেছেন টুইটারে। যদিও স্বস্তির বিষয়, ইতিমধ্যেই এই সমস্যার সমাধান বের করে ফেলেছে গুগল। সে কথাও নিজেই জানিয়েছেন ডেভিড। ফলে, গুগল পিক্সেল ফোনের পুরোনো ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোনগুলি আপডেট করে নিলেই সমস্যা থেকে মুক্তি মিলবে। আর যাঁরা নতুন করে গুগল পিক্সেল ফোন কিনবেন বলে ভাবছেন, তাঁদেরও আপাতত আশঙ্কার কোনও কারণ নেই বলেই জানানো হয়েছে।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে
 

news