মাত্র ১৬ ঘণ্টায় এলন মাস্কের রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালেন ৪ নভোচারী

গত বুধবার ভোরে যাত্রা শুরুর পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন চার মহাকাশচারী। এলন মাস্কের মালিকানাধীন মার্কিন অ্যারোস্পেস কোম্পানি স্পেসএক্সের মহাকাশযানে তাঁরা সেখানে পৌঁছান। এদের মধ্যে তিনজন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার, অন্যজন ইউরোপের স্পেস এজেন্সির। রয়টার্স

ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরুর পর মাত্র ১৬ ঘণ্টায় স্পেসএক্স ক্যাপসুলটি মহাকাশ স্টেশনে পৌঁছায়। 

মহাকাশযানে থাকা তিন মার্কিন নভোচারী হলেন ফ্লাইট কমান্ডার কেজেল লিন্ডগ্রিন (৪৯), মিশন পাইলট বব হিনেস (৪৭) ও মিশন বিশেষজ্ঞ জেসিকা ওয়াটকিনস (৩৩) এবং ইতালির নাগরিক সামান্থা ক্রিস্টোফোরেত্তি।

news