আইসিসিতে বিচারের বিরোধিতা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর
আল-জাজিরার খ্যাতিমান সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের বিচার দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে আল জাজিরা নেটওয়ার্ক যে অনুরোধ জানিয়েছে তার বিরোধিতা করেছে মার্কিন সরকার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস গতকাল (মঙ্গলবার) সাংবাদিকদের বলেছেন, “আমরা এই মামলার বিরোধিতা করছি।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফিলিস্তিন পরিস্থিতিতে আইসিসির তদন্তের ব্যাপারে আমরা আমাদের দীর্ঘদিনের বিরোধিতার কথা তুলে ধরছি।”
এই বক্তব্যের মধ্য দিয়ে নেড প্রাইস মূলত ইসরাইলকে রক্ষার ক্ষেত্রে আমেরিকার দীর্ঘদিনের অনুসৃত নীতির কথাই তুলে ধরলেন। এর আগে বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় নগ্নভাবে আমেরিকা ইহুদিবাদী ইসরাইলের হত্যাযজ্ঞ, দমনপীড়ন এবং ফিলিস্তিনি ভূমি দখলের ক্ষেত্রে তেল আবিবের পক্ষে সমর্থন দিয়েছে।
শিরিন আবু আকলেহ
এবার যে আল-জাজিরার সাংবাদিককে হত্যার বিরোধিতা করছে আমেরিকা সেই সাংবাদিক শিরিন আবু আকলেহ মার্কিন দ্বৈত নাগরিক ছিলেন। কিন্তু শুধুমাত্র ইসরাইলের পক্ষে সমর্থন দিতে গিয়ে আমেরিকার দ্বৈত নাগরিক শিরিন আবু আকলেহ'র হত্যার বিচারের বিরোধিতা করছে ওয়াশিংটন।
এর আগে, গতকাল আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের পক্ষ থেকে একটি আইনজীবী প্রতিনিধিদল হেগের আন্তর্জাতিক আদালতে সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের বহু তথ্য প্রমাণ এবং নথিপত্র জমা দেয়।
গত ১১ মে ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর আগ্রাসনের খবর সংগ্রহ করার সময় ইহুদিবাদী সেনারা গুলি করে শিরিন আবু আকলেহকে হত্যা করে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে