পেরুর প্রেসিডেন্টকে অভিশংসন করলো সংসদ, দিনা বুলার্তে প্রথম নারী প্রেসিডেন্ট

পেরুর বামপন্থী প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলোকে অভিসংশন করেছে দেশের জাতীয় সংসদ। এরই মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট দিনা বুলার্তে শপথ নিয়েছেন।

পেরুর ইতিহাসে তিনিই হলেন প্রথম নারী প্রেসিডেন্ট। এর আগে প্রেসিডেন্ট ক্যাস্টিলো জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্যু করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
দেশটিতে রাজনৈতিক নাটকের সূত্রপাত হয় বুধবার দিনের শুরুতে। এদিন তাকে অভিশংসন করার জন্য তৃতীয় দফা চেষ্টা শুরু হয়। বিরোধীদের এই প্রচেষ্টা মোকাবেলার জন্য তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং তাতে বিরোধীদল নিয়ন্ত্রিত জাতীয় সংসদ বিলুপ্ত করে কারফিউ জারি এবং ডিক্রি জারি করে দেশ পরিচালনার ঘোষণা দেন।
তার এই ভাষণের পর সংসদ সদস্যরা সমস্ত বাধা উপেক্ষা করে সংসদ ভবনে জড়ো হন এবং ১৩০ জন আইনপ্রণেতার মধ্যে ১০১ তার অভিশংসন প্রক্রিয়াকে অনুমোদন করেন। ক্যাস্টিলোর বিরুদ্ধে নানা রকমের অযোগ্যতা এবং নৈতিক অক্ষমতার অভিযোগ তুলেছে বিরোধীরা। 
নৈতিক অক্ষমতার অভিযোগে পেরুতে ২০১৮ সালের পর অভিশংসন হওয়া তৃতীয় প্রেসিডেন্ট হচ্ছেন ক্যাস্টিলো। তাকে ক্ষমতাচ্যুত করার দুই ঘন্টার মধ্যে ভাইস প্রেসিডেন্ট দিনা বুলার্তে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news