কোনো অবস্থাতেই পরমাণু যুদ্ধ হতে দেয়া যাবে না: আমেরিকা

বিশ্বে ‘যেকোনো মূল্যে পরমাণু যুদ্ধ ঠেকিয়ে রাখতে হবে’ বলে মন্তব্য করেছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধের কারণে পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়ে যাচ্ছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করার পর ওয়াশিংটনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।

পুতিনেরর মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, “পরমাণু অস্ত্র সম্পর্কে যেকোনো হালকা কথাবার্তা আমাদের দৃষ্টিতে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কাজ।”

প্রাইস বলেন, শীতল যুদ্ধের সময় থেকে চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও খোদ রাশিয়ার মতো পরমাণু অস্ত্রধর দেশগুলো একটি বিষয়ে একমত আর তা হলো ‘কোনো অবস্থাতেই পরমাণু যুদ্ধ হতে দেয়া যাবে না এবং সেরকম যুদ্ধে কোনো পক্ষই জয়ী হবে না।’

পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু অস্ত্রের ব্যবহার সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র এমন সময় এমন সুন্দর বুলি আওড়ালেন যখন এই আমেরিকার সংগ্রহে রয়েছে ৩,৭৫০টি পরমাণু অস্ত্র যা দিয়ে গোটা বিশ্বকে কয়েকবার ধ্বংস করে ফেলা সম্ভব।

এছাড়া, আমেরিকা বিশ্বের একমাত্র দেশ যে মানবতার বিরুদ্ধে এই গণ-বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে। ‘পরমাণু যুদ্ধ যেকোনো মূল্যে ঠেকাতে হবে' নীতির অধিকারী আমেরিকার হাতে ১৯৬৭ সালে ৩১,২৫৫টি পরমাণু অস্ত্র ছিল। সেটি ছিল যেকোনো সময়ের জন্য দেশটির সর্বোচ্চ সংখ্যক পরমাণু অস্ত্রের ভাণ্ডার।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news