কাজের চাপে অফিসেই থাকছেন টুইটার কর্মীরা, তৈরি বেডরুমও! সোফা, আলমারি, ওয়াশিং মেশিন কী নেই
কাজের চাপ বাড়বে আগামী দিনে। আর বাড়ি ফিরে কাজ নেই, অফিসেই বেডরুম বানিয়ে দিচ্ছেন টুইটার (Twitter) কর্তা ইলন মাস্ক।
একে তো বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করে খবরের শিরোনামে এসেছেন, তার ওপর কর্মীদের কাজের সময় এতটাই বাড়িয়ে দিয়েছেন যে নাওয়া-খাওয়ার সময় থাকছে না। টুইটারের এক কর্মী তো বলেই ফেলেছিলেন, “কাজের এত চাপ, বাড়ি ফিরব কখন?”
এই অভিযোগটাই যেন মনে ধরেছিল স্পেস-এক্স প্রধানের। তড়িঘড়ি তিনি আবার একটা সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। কাজের চাপ ও সময় বাড়ানো হবে ইচ্ছামতো, আর কর্মীদের বিশ্রাম দিতে অফিসেই তৈরি হবে রেস্ট-রুম। তবে ঠিক রেস্ট-রুম নয়, একেবারে বেডরুমই বানিয়ে দিয়েছেন ইলন মাস্ক। তাঁর বক্তব্য, এবার থেকে মন দিয়ে কাজ করতে হবে। কাজের সময় আরও বাড়বে। তাই কোনও কর্মীর যদি বিশ্রামের দরকার হয় বা বাড়ি ফিরতে না পারেন, তাহলে অফিসেই থেকে যেতে পারেন। হেড কোয়ার্টারে আপাতত ৪-৮টা অফিস-বেডরুম বানাচ্ছেন তিনি।
কী কী থাকবে সেখানে? আয়োজন এলাহি। গদি বিছানা, বালিশ, আলমারি, সোফা সেট, ওয়াশিং মেশিন, সাইড টেবিল সবই থাকবে। কর্মীদের স্লিপারও দেবেন মাস্ক। তবে এত কিছু পেয়ে কর্মীরা কতটা খুশি সেটাই দেখার।
কর্মীদের অতিরিক্ত কাজ করতে বাধ্য করার অভিযোগ নিয়ে অবশ্য মুখে কুলুপ টুইটার কর্তৃপক্ষের। সপ্তাহ খানেক আগেই খবর বেরিয়েছিল, মাস্ক নাকি খুবই গুরুত্ব দিয়ে ভাবছেন টুইটারের কথা। নিজেও টুইটারের জন্য সপ্তাহে অন্তত একশো কুড়ি ঘণ্টা কাজ করছেন মাস্ক।
খবর দ্য ওয়ালের / এনবিএস/২০২২/একে