অ্যাপল স্টোরে লুটপাট, সব ক’টা আইফোন, আইপ্যাড নিয়ে পালাল ডাকাতরা! সবাই দেখল দাঁড়িয়ে


 আক্ষরিক অর্থেই দিনে ডাকাতি। ভরা বাজারে দিনের বেলা একটি অ্যাপল স্টোরে ঢুকে ক্রেতা এবং বিক্রেতাদের চোখের সামনেই দোকানে ডিসপ্লে করা সমস্ত জিনিস নিয়ে পালিয়ে গেল দুই ডাকাত (apple store robbery)। উপস্থিত সকলেই বিনা বাক্যব্যয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সেই দৃশ্য।
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার (California) ইউনিভার্সিটি অ্যাভের একটি অ্যাপল স্টোরে। সম্প্রতি সেখানে ব্ল্যাক ফ্রাইডে সেল চলছিল। সেই সময়েই দোকানে ঢুকে পড়ে দুই ডাকাত। পরনে ছিল প্যান্ট এবং হুডি। মাস্কে ঢাকা ছিল নাক-মুখ। দুজনেরই পিঠে একটি করে ব্যাগ ছিল। সিসিটিভি ফুটেছে ডাকাতির সেই দৃশ্য পুরোটাই ধরা পড়েছে।
 
তাতে দেখা যাচ্ছে, প্রকাশ্য দিবালোকে কাচের দরজা ঠেলে দোকানে ঢোকে দুই ডাকাত। উপস্থিত অজস্র ক্রেতা এবং বিক্রেতাদের সামনেই স্টোরের ডিসপ্লেতে রাখা সমস্ত রকমের আইফোন (iPhone) এবং আইপ্যাড (iPad) অত্যন্ত দ্রুততার সঙ্গে তুলে নিয়ে পিঠের ব্যাগে ভরতে শুরু করে তারা। তাদের হাতে না ছিল আগ্নেয়াস্ত্র, না তারা কোনওভাবে উপস্থিত লোকজনকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। সকলের চোখের সামনেই নির্বিঘ্নে ডাকাতি সেরে বেরিয়ে যায় দুজন। 
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ডাকাতির পর পার্কিং গ্যারেজের পিছনের গলিতে ছুটে ঢুকে যায় দুই ডাকাত। এর ২০ সেকেন্ডের মধ্যেই এসে পৌঁছায় পুলিশ। কিন্তু প্রায় আধ ঘণ্টা চেষ্টা করেও পুলিশ ওই দুজনকে খুঁজে পায়নি বলে জানা গেছে।
নেটমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ। দুষ্কৃতীরা কোনওরকম ভয় দেখানোর চেষ্টা না করা সত্ত্বেও কেন উপস্থিত লোকজন তাদের বাধা দেওয়ার কোনওরকম চেষ্টা করলেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

খবর দ্য ওয়ালের / এনবিএস/২০২২/একে

news