আট কিশোরী মিলে প্রৌঢ়কে কুপিয়ে খুন! টরন্টোয় হাড় হিম করা ঘটনা

 টরন্টোতে (Toronto) এক প্রৌঢ়কে (old man) কুপিয়ে খুন (murder) করার অভিযোগ উঠল আটজন কিশোরীর (teenage girls) বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, ওই আটজনকেই গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ, রবিবার সকালে কানাডার টরন্টো শহরে একটি রেলস্টেশনের পাশে ওই প্রৌঢ়কে প্রথমে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর ওই আট কিশোরী মিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে হঠাৎই আক্রমণ করে। প্রৌঢ়কে ধরে পরপর কোপ মারা হয়। এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা।

এদিকে এই নৃশংস ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে পুলিশ। রক্তাক্ত অবস্থায় আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। জানা গেছে, মৃতের বয়স ৫৯ বছর। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি টরন্টোতে নতুন এসেছিলেন। তাঁকে কেন এভাবে কুপিয়ে খুন করা হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news