ইতিহাসের ভয়ঙ্কর তুষার ঝড় আমেরিকায়! জমল নায়গ্রা জলপ্রপাতও
ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর তুষার ঝড়ের মুখোমুখি আমেরিকা! আর এই ঝড়ের কারণে সে দেশের বেশির ভাগ অংশই সাদা বরফে ঢাকা পড়ে গিয়েছে। একই সঙ্গে প্রবল গতিতে বইছে ঠান্ডা হাওয়া। এখনও পর্যন্ত আমেরিকার তাপমাত্রা -52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখনও পর্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে সে দেশে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রত্যেকদিনই কয়েকশ বিমান বাতিল হচ্ছে। বিদ্যুৎ সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় শীতের রাতে আলো ছাড়া থাকতে হচ্ছে লাখ লাখ মানুষ। AD AD এমনকি প্রবল জলকষ্টের মধ্যে পড়তে হচ্ছে মানুষকে। জল গরম করে খেলেও মুহূর্তে তা বরফে জমে যাচ্ছে।
শিবঠাকুরের অভিযোগের মামলায় জামিন,এবার কি কেষ্টবাবুর তিহার যাত্রা শুধু সময়ের অপেক্ষা? AD একেবারে মোটা বরফে জমে গিয়েছে। এই অবস্থায় মানুষকে প্রয়োজন ছাড়া না বের হওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তুষার বিধ্বস্ত আমেরিকার ছবি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে দে দেশের রাস্তার পর রাস্তা একেবারে মোটা বরফে জমে গিয়েছে। জমে গিয়েছে সমস্ত ঝিল। আবহাওয়াবিদরা বলছেন, শীঘ্রই আবহাওয়ার পরিবর্তন হবে। শুধু তাই নয়, তাপমাত্রা বাড়তে শুরু করলেই বরফ গলতে শুরু করবে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
তবে সেই সময় বন্যা পরিস্থিতিও তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছে। এমন ছবির সাক্ষী আগে থাকেনি আমেরিকার মানুষ। নিউ ইয়র্ক সহ একাধিক এলাকাতে তুষারপাতের কারণে বিভিন্ন জায়গাতে গাড়ি আটকে গিয়েছে। এবং সেগুলিতেও মোটা বরফের চাদর তৈরি হয়ে গিয়েছে। এমনকি গাড়িতে জমে মৃত্যু হয়েছে মানুষের। এমন ছবিও সামনে আসছে। অনেক জায়গাতেই বরফ কেটে রীতিমত দেহ বার করতেও দেখা যাচ্ছে আধিকারিকদের।
এমন ছবির সাক্ষী আগে থাকেনি আমেরিকার মানুষ। ফলে এই ছবি দেখে রীতিমত চমকে উঠছেন মানুষজন। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 'জরুরি অবস্থা' ঘোষণা করেছেন। এবং সবাইকে সাহাজ্যের জন্যে এগিয়ে আসার কথা বলা হয়েছে। গোটা ঝর্না জমে বরফ হয়ে গিয়েছে। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে সবথেকে বড় ওয়াটার ফল নায়াগ্রার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা জাছে গোটা ঝর্না জমে বরফ হয়ে গিয়েছে। জলপ্রপাত নায়াগ্রা নদীর উপর অবস্থিত, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রদেশ এবং কানাডার অন্টারিওর মধ্যে আন্তর্জাতিক সীমান্ত বরাবর প্রবাহিত।
নায়গ্রা পার্কের ওয়েবসাইটে লেখা হয়েছে, দেখে মনে হচ্ছে গোটা জলপ্রপাত জমে গিয়েছে। কিন্তু বিষয়টি তেমন নয়। বরফের নীচ থেকে নদীর জল বয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। নায়াগ্রা জলপ্রপাত নিউ ইয়র্ক স্টেট পার্কের তরফে দেওয়া তথ্য অনুসারে, প্রায় ৩১৬০ টন জলপ্রপাতের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ৩২ ফুট গতিতে জল প্রবাহিত হয়।
খবর দ্য ওয়ান ইন্ডিয়া/এনবিএস/২০২২/একে


