চার-চারটি মাথার খুলি কাঠের বাক্সে ভরে পাচার! বিমানবন্দরে ধরলেন নিরাপত্তারক্ষীরা
কুরিয়ার করে কার্ডবোর্ডের বাক্সে ‘উপহার’ পাঠানো হচ্ছিল। সেই বাক্স বিমানবন্দরের স্ক্যানারের তলাতে পড়তেই চক্ষু চড়কগাছ হয়ে যায় বিমানবন্দর নিরাপত্তারক্ষীদের। বাক্সের মধ্যে থেকে বেরিয়ে এল চার-চারটি মানুষের মাথার খুলি (Four human skulls)! অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়া ছিল সেগুলি।
ঘটনাটি ঘটেছে মেক্সিকোর (Mexico) কুয়েরেটারো ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে। বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার আমেরিকায় পাঠানোর জন্য একটি বাক্স আসে। মিচোয়াকান থেকে সেই বাক্সটা পাঠানো হচ্ছিল। কিন্তু বাক্সের মধ্যে মাথার খুলি দেখে গায়ে কাঁটা দিয়ে ওঠে বিমানবন্দর কর্তৃপক্ষের।
ন্যাশনাল গার্ডের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে পুরো ঘটনাটি। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার ম্যানিংয়ের একটি ঠিকানায় এই খুলিগুলি পাঠানোর কথা ছিল। কিন্তু কেন সেগুলি পাঠানো হচ্ছিল সে ব্যাপারে কোনও স্পষ্ট কিছু জানায়নি।
প্রসঙ্গত, কোথাও কোনও মানব দেহের অংশ বিশেষ পাঠাতে হলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ অনুমতি নিতে হয়। কিন্তু শুক্রবার যে কুরিয়ার পাঠানো হচ্ছিল মার্কিন মুলুকে সেখানে তেমন কোনও অনুমতি ছিল না। যা নিয়ে রহস্য বাড়ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/কে


