টুইটারে ফের নয়া ফিচার, নিউ ইয়ারে নতুন উপহার ইলন মাস্কের
নতুন বছরে ব্যবহারকারীদের জন্য নতুনভাবে সেজে উঠছে টুইটার (Twitter)। ভোলবদল হবে এই মাইক্রো ব্লগিং সাইটটি। নতুন বছরে পা দেওয়ার প্রাক্কালে ব্যবহারকারীদের জন্য টুইটারে নতুন বৈশিষ্ট্যের কথা শোনালেন ইলন মাস্ক। বছরের প্রথমদিন থেকেই ব্যবহারকারীরা পেতে চলেছেন ‘নেভিগেশন’ নামের নয়া বৈশিষ্ট্য (Navigation Feature)!
টুইটারে অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলার জন্য এই নতুন বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে বলে জানান টুইটার মালিক (Elon Mask)। এই বৈশিষ্ট্যের মাধ্যমে টুইটারে নিজের অনুসরণ ও বর্তমান ট্রেন্ড-টপিকের মধ্যে খুব সহজেই বিচরণ করতে পারবেন।
টুইটারের হোম পেজের একদম ওপরের ডানদিকের কোণায় একটি ‘তারা’ চিহ্ন দেখা যাবে। সেটা স্পর্শ করলেই পাল্টে যাবে ট্রেন্ড-টপিক ইত্যাদি। শুধু তাই নয়, আবার সহজেই ব্যবহারকারীরা ফিরে আসতে পারবেন পুরনো পছন্দেও। মাস্ক আরও জানিয়েছেন, টুইটারের প্রস্তাবিত টুইট ও বিষয়গুলিকে আরও উন্নত করা হবে।
টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই মাস্ক ঘোষণা করেছিলেন, দ্রুত সাজানো হবে এই মাইক্রো ব্লগিং সাইটটি। ব্যবহারকারীদের সেরা অভিজ্ঞতা দেওয়া চেষ্টায় কাজ করবে তাঁর টিম। গত কয়েক মাসে বেশকিছু পরিবর্তন হয়েছে টুইটারে।
দিন কয়েক আগেই টুইটার নতুন ফিচার এনেছে। এতে ব্যবহারকারীরা জানতে পারেন, তাঁদের টুইট কতজন দেখেছেন। পাশাপাশি টুইটারে ফিরে এসেছে ব্লু সাবস্ক্রিপশনও। এরফলে ব্যবহারকারীকে গাঁটের পয়সা খরচ হয় ঠিকই তবে বড় বড় ভিডিও আপলোড করার সুযোগ পাচ্ছেন মানুষ।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/কে


