টুইটার থেকে ফাঁস কোটি কোটি ইমেল আইডি! হ্যাকারদের বাজার বসেছে অনলাইনে, সুরক্ষা বলে কি কিছুই নেই


টুইটার কেনার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইলন মাস্কের। টুইটার নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। বিশ্বের এই জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটটি এবার পড়ল হ্যাকারদের (Twitter Hacked) কবলে। শুধু তাই নয়, ব্যবহারকারীদের ২০ কোটিরও বেশি ইমেল আইডি চুরি গেছে বলে অভিযোগ ওঠে। 
সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বুধবার টুইটার হ্যাক হয়েছে। ব্যবহারকারীদের কোটি কোটি ইমেল আইডি চুরি গেছে বলেও খবর। চুরি যাওয়া মেল আইডিগুলি একটি অনলাইন হ্যাকিং ফোরামে দিয়ে দেওয়া হয়েছে। ইজরায়েলের সাইবার সিকিউরিটি মনিটরিং ফার্মের এক গবেষকের কথায়, ‘এটি বিশ্বের সবথেকে বড় হ্যাকিংয়ের ঘটনা। এর ফলে বহু ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। চুরি যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য ও টাকাও।’ 
যদিও এ বিষয়ে এখনও টুইটারের কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। এদিকে এই হ্যাক হওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কীভাবে এই বিপদ থেকে মুক্তি মিলবে, তা নিয়ে টুইটার কোনও চিন্তাভাবনা করছে কিনা তা স্পষ্ট নয়। 
উল্লেখ্য, গত বছর বিরাট অঙ্কের অর্থের বিনিময়ে টুইটার কেনেন ইলন। সেই থেকে একের পর বিতর্কে জড়াতে শুরু করে এই সামাজিক মাধ্যমটি। কর্মী ছাঁটাই থেকে শুরু করে ব্লু টিক ফিরিয়ে আনার মতো সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়। এমনকী বিশ্বে ছড়িয়ে থাকা টুইটারের অফিসের ভাড়া বকেয়া নিয়েও অভিযোগ ওঠে। তার মধ্যেই টুইটারে হ্যাকারদের আক্রমণ। 


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news