বৃদ্ধের কান চিবিয়ে গালের অর্ধেক মাংস খুবলে খেয়ে নিল যুবক, নির্জন রেল স্টেশনে নৃশংস ঘটনা


রাত তখন ২টো। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা (Origon Attack)। ট্রেন আসার অপেক্ষায় ছিলেন ৭৮ বছরের এক বৃদ্ধ। আচমকাই হামলা হয় তাঁর ওপর। কিছু বুঝে ওঠার আগেই শরীরে ঢুকে যায় ধারালো অস্ত্রের ফলা। আর্তনাদ করে ওঠেন বৃদ্ধ। রক্তে ভেসে যেতে থাকে তাঁর জামাকাপড়। এতেই ক্ষান্ত হয় না সেই যুবক। প্রবল আক্রোশে কামড়ে ধরে বৃদ্ধের কান। চিবোতে শুরু করে দেয়।
নৃশংস এই ঘটনা ঘটেছে আমেরিকার ওরিগনে (Origon Attack)। বুধবার স্থানীয় সময় রাত ২টো নাগাদ এই ঘটনা ঘটে ক্লিভল্যান্ড অ্যাভেনিউ স্টপের ম্যাক্স প্ল্যাটফর্মে। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধের উপর হামলা করে বছর পঁচিশের এক যুবক। তার নাম কোরিন ক্রেমার। 
পুলিশ জানিয়েছে, ম্যাক্স প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে কোপানো হচ্ছে এমন খবর পেয়েই তাঁরা ছুটে যান। সেখানে গিয়ে দেখেন ভয়ঙ্কর ঘটনা। প্ল্যাটফর্মে পড়ে রয়েছেন এক বৃদ্ধ। তাঁর সারা শরীরে ধারালো অস্ত্রের কোপ। রক্তে ভেসে যাচ্ছে চারদিক। আর এক যুবক ওই বৃদ্ধের উপর উঠে তাঁর মাথার কাছে ঝুঁকে রয়েছে।
২৬ তলা থেকে ভেঙে পড়ল লিফট, মাটিতে ধাক্কা লাগতেই বিস্ফোরণ, মৃত্যু এক তরুণের 
কাছে যেতেই হাড়হিম হয়ে যায় পুলিশ অফিসারদের। তাঁরা দেখেন ওই যুবক বৃদ্ধের কান ও গালের মাংস খুবলে নিয়েছে। পুলিশ দেখেও পালাবার চেষ্টা করছে না। আর ওই বৃদ্ধের উপর হামলা এতটাই ভয়ঙ্করভাবে হয়েছে যে তাঁর কান ও গালের একদিকের মাংস উঠে গিয়ে মাথার খুলি অবধি বেরিয়ে এসেছে। 
ওরিগন পুলিশ জানাচ্ছে, ওই যুবক বৃদ্ধের মাংস খুবলে খেয়েছে। কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় সে এমন হিংস্র হয়ে উঠেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে গ্রেফতারির সময় ওই যুবক মদ্যপ অবস্থায় ছিল বলেই জানিয়েছে পুলিশ। তার শরীর থেকে গাঁজার গন্ধও পাওয়া গেছে। অন্য কোনও মাদক সে নিয়েছিল কিনা সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্যারামেডিকালে কাউন্সেলিং ও জেরা করা হবে অভিযুক্তকে।


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news