মার্কিন যুক্তরাষ্ট্রে পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে: ইরান
মার্কিন যুক্তরাষ্ট্রে পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে পুলিশের হাতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা প্যাট্রিস কুলার্সের চাচাতো ভাই কিনান অ্যান্ডারসনের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই নিন্দা জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, এ ধরনের হত্যাকাণ্ডসহ পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে জবাবদিহী করতে হবে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর হাতে দেশটির সাধারণ নাগরিকের বিশেষ করে বিভিন্ন ধর্ম ও বর্ণের সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার পদ্ধতিগতভাবে লঙ্ঘিত হচ্ছে। আর ধারাবাহিকভাবে এ ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলেও দেশটির সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
৩১ বছর বয়সি কিনিয়ান এন্ডারসন গত ৩ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের ভেনিস এলাকায় পুলিশি নির্যাতনের সময় হার্ট অ্যাটাক করে মারা যান।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) এ ঘটনার সময় একজন পুলিশ কর্মকর্তার বডি ক্যামেরায় গৃহিত ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেখানে নিহত কিনিয়ান অ্যান্ডারসনকে বলতে শোনা যায়, “তারা আমাকে জর্জ ফ্লয়েড বানানোর চেষ্টা করছে।” ১৩ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, অ্যান্ডারসন ফুটপাতে শুয়ে আছেন এবং পুলিশ অফিসাররা তাকে ধরে রেখেছে। এ সময় অ্যান্ডারসনকে প্রতিরোধ বন্ধ করতে বলছে পুলিশ। উল্টো চিৎকার করে কর্মকর্তাদের কাছে সাহায্যের অনুরোধ করছিলেন অ্যান্ডারসন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
৩১ বছর বয়সী কিনান অ্যান্ডারসন একজন শিক্ষক। সান্তা মনিকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ওয়াশিংটন ডিসিতে ডিজিটাল পাইওনিয়ার্স একাডেমি নামে একটি স্কুলে শিক্ষকতা করতেন অ্যান্ডারসন। ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে তার।
মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটের এক গবেষণা অনুযায়ী, ১৯৮০ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমেরিকায় পুলিশি সহিংসতায় ৩০ হাজার ৮০০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। অভিযোগ রয়েছে, বেশিরভাগ মৃত্যুর খবর দেশটির সরকারি নথিতে উঠে আসেনি।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে


