জার্মানি চায় আমেরিকা আগে ইউক্রেনকে ট্যাংক দিক

ইউক্রেনকে জার্মানির প্রধান যুদ্ধ ট্যাংক লেপার্ড সরবরাহ করার ব্যাপারে বার্লিনের ওপর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, আমেরিকার উচিত আগে ইউক্রেনকে আব্রামস ট্যাংক সরবরাহ করা। এরপর জার্মানি তার লেপার্ড ট্যাংক সরবরাহ করবে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল (বুধবার) এই খবর দিয়েছে।

জার্মান কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, কেবলমাত্র আমেরিকা তার নিজের ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করলেই জার্মানি লেপার্ড ট্যাংক সরবরাহের অনুমোদন দেবে। ১১ মাস যুদ্ধের শেষ পর্যায়ে এসে পোল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্ক স্বেচ্ছায় ইউক্রেনকে জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক দিতে আগ্রহী কিন্তু এসব ট্যাংক দিতে হলে জার্মানির অনুমতি লাগবে।

জার্মানির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন যে, জার্মানি লেপার্ড ট্যাংক সরবরাহ করার ব্যাপারে অনুমতি দিতে ইচ্ছুক তবে শুধুমাত্র আমেরিকা যখন ঘোষণা করবে যে, তারা কিয়েভকে আব্রামস ট্যাংক দিচ্ছে, তখনই বার্লিন এই অনুমোদন দেবে।

গতকাল সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলযকে লেপার্ড ট্যাংক সরবরাহ করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, ইউক্রেনে সংঘাত বিস্তারের কারণে তিনি উদ্বিগ্ন।
খবর পার্স টুড/এনবিএস/২০২৩/একে

news