টায়ার নিকোলসের মৃত্যু, পুলিশের স্পেশাল ইউনিট বিলুপ্তির সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি শহর মেমফিস। বিশেষ কিছু অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে শহরের পুলিশ বিভাগ গঠন করেছিলো স্পেশাল ইউনিট স্করপিয়ন। এই ইউনিটের কয়েকজন সদস্যের হাতে টায়ার নিকোলসের মৃত্যুর পরিপ্রেক্ষিত মেমফিস পুলিশ স্করপিয়ন বিলুপ্তির এ সিদ্ধান্ত নিয়েছে।
এক বিবৃতিতে মেমফিস পুলিশ কর্তৃপক্ষ বলেছে, টায়ার নিকোলসের মৃত্যুর স্করপিয়ন বিলুপ্ত দেওয়াই সবচেয়ে উত্তম পদক্ষেপ।
স্করপিয়নের পুরো নাম হচ্ছে ‘স্ট্রিট ক্রাইমস অপারেশন টু রিস্টোর পীস ইন আওয়ার নেইবারহুডস।’ এই বাহিনীর সদস্য সংখ্যা ছিলো ৫০। ২০২১ সালের অক্টোবরে এই স্পেশাল ইউনিট গঠন করা হয়। গাড়ি চুরি প্রতিরোধ এবং বিভিন্ন গ্যাং-এর অপতৎপরতা প্রতিহত করা ছিলো এর দায়িত্ব।
গত ৭ জানুয়ারি এই বাহিনীর ৫ অফিসার নির্মমভাবে পিটিয়ে হত্যা করে টায়ার নিকোলসকে। স্করপিয়ন বিলুপ্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তার পরিবার।
এনবিএস/ওডে/সি


