ইউটিউবের নতুন সিইও নীল মোহনকে চেনেন? এই সব ফিচার এসেছে কৃতী ভারতীয়র হাত ধরেই


রাতারাতিই ইউটিউবের সিইও-র পদ থেকে সরে দাঁড়িয়েছেন সুজান উইচিশকি (Susan Wojcicki)। তাঁর জায়গায় নতুন দায়িত্ব নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন (Neal Mohan)। জানা গেছে, মূলত পরিবারে সময় দেওয়ার জন্য এবং ব্যক্তিগত কারণেই পদত্যাগের সিদ্ধান্ত সুজানের। তবে তাঁর জায়গায় আসা নীল মোহনের কৃতিত্ব, দক্ষতা ও অভিজ্ঞতার পাহাড়ও বিশাল।
গতকাল দায়িত্ব নেওয়ার পরে নীল বলেন, ইউটিউবকে ব্যবহার করে রেকর্ড আয় করছেন ভারতীয় ইউটিউবাররা। ইউটিউব শুধু যে ‘ক্রিয়েটার’ বা যাঁরা ইউটিউবের জন্য ভিডিও বানান, তাঁদেরই দর্শককুল তৈরি করে দিচ্ছে তাই নয়, একই সঙ্গে এর মাধ্যমে বৃহৎ অর্থনৈতিক সুযোগও তৈরি হচ্ছে। যে সুযোগের উপর ভিত্তি করে গড়ে উঠছে ব্যবসা। ইউটিউবের মতো মাধ্যমকে ব্যবহার করে সেই ব্যবসা ছড়িয়ে পড়ছে লক্ষ কোটি মানুষের মধ্যে। ভবিষ্যতে ইউটিউবকে আরও বৃহত্তর মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা হবে।
তাঁর এই কথায় আশার আলো দেখেছে বিশ্বজুড়ে বাড়তে থাকা মন্দার বাজার। কঠিন সময়ে এই ডিজিটাল প্ল্যাটফর্ম আয়ের ও বিনিয়োগের বড় জায়গা হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 
কে এই নীল মোহন (Neal Mohan)?
আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন নীল মোহন। ২০০৮ সালে গুগলে কাজ করতে শুরু করেন তিনি। এর পর ২০১৫ সালে গুগলেরই অডিও-ভিজুয়াল প্রোডাকশন হাউস ইউটিউবে যোগ দেন, চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে।
গত কয়েক বছর ধরে ইউটিউবে বহু নতুন ফিচার ও সুবিধা এনেছেন এই নীল মোহনই। তাঁর হাত ধরে তৈরি হয় ইউটিউব টিভি, ইউটিউব মিউজিক এবং প্রিমিয়াম, শর্টসের মতো নতুন জিনিসগুলি।
গুগলেরই আর এক প্রতিষ্ঠান ‘ডাবলক্লিক’-এ প্রায় ৬ বছর কাজ করেছেন নীল মোহন। ডাবলক্লিক নামের প্রতিষ্ঠানটি ২০০৭ সালে কিনে নেয় গুগল। এছাড়াও তিনি দীর্ঘ ৮ বছর গুগলের ডিসপ্লে অ্যান্ড ভিডিও অ্যাডভার্টাইজিংয়ের সিনিয়র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
গুগল ও ইউটিউব ছাড়াও মাইক্রোসফ্টেও কাজ করেছেন এই ভারতীয় বংশোদ্ভূত কৃতী। জেনোমিক্স এবং বায়োটেকনোলজি কোম্পানি ‘২৩ অ্যান্ড মি’-র গুরুত্বপূর্ণ পদের দায়িত্বও পালন করেছেন তিনি।

 খবর দ্য ওয়ালের?এনবিএস/২০২৩/একে 
 

news