জার্মানিতে বিমানবন্দর কর্মীদের ধর্মঘট, তিন লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত

 উচ্চ বেতনের দাবিতে জার্মানির সাতটি বিমানবন্দরের বিভিন্ন বিভাগের ট্রেড ইউনিয়নভুক্ত কর্মীরা ধর্মঘট করছেন। ২৪ ঘণ্টার এই ধর্মঘটে প্রায় তিন লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। হামবুর্গ বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, গত শুক্রবার সকাল থেকেই টার্মিনালগুলো খালি। ক্ষতিগ্রস্ত ৩২ হাজার যাত্রীর মধ্যে অল্প কয়েকজন কেবল বিমানবন্দরে এসেছেন।

জার্মান বিমানবন্দর সংস্থা এডিভি জানিয়েছে, ব্রেমেন, ডর্টমুন্ড, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, হ্যানোভার, মিউনিখ ও স্টুটগার্ট বিমানবন্দরের ২ হাজার ৩৪০টি ফ্লাইট বাতিলের কারণে প্রায় দুই লাখ ৯৫ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এডিভির রাল্ফ বেইসেল বলেন, আমরা যখন বিমানবন্দরের টার্মিনালগুলোর দিকে তাকাই, এটি আমাদের করোনা মহামারির সবচেয়ে খারাপ দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। এটি সতর্কতামূলক ধর্মঘট নয়।

গত বুধবার জার্মান ট্রেড ইউনিয়ন ভারদি এ ধর্মঘটের ঘোষণা দেয়। ভারদি জানায়, সমঝোতার জন্য বিমানবন্দরের সেবাকর্মী, সরকারি খাতের কর্মী এবং অভিবাসন নিরাপত্তা কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার আশানুরূপ অগ্রগতি না হওয়ায় এই ধর্মঘট আহ্বান করা হয়।

ভারদির উপ-প্রধান স্ক্রিস্টিন বেহলে বলেন, বেতনের ব্যাপারে যদি এখন কিছু না করা হয়, তাহলে আমরা সবাই খুব বড় সমস্যার মুখোমুখি হব। এই ধর্মঘটের মাধ্যমে কর্মীরা আমাদেরকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহনের বার্তা দিচ্ছে।

এনবিএস/ওডে/সি

news