তাইওয়ান সফরে গেলেন পেন্টাগনের চীনবিষয়ক শীর্ষ কর্মকর্তা

গত শুক্রবার তাইওয়ান সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী ও পেন্টাগনের চীনবিষয়ক শীর্ষ কর্মকর্তা মাইকেল চেজ। মার্কিন কর্মকর্তার সফরকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ক্যারোলিনা উপকূলে চীনা গোয়েন্দা বেলুন ভূপাতিত করার ঘটনায় দু’দেশের সম্পর্কের অবনতি হয়। এমনকি বেলুনকাণ্ডের পর চীন সফর পর্যন্ত বাতিল করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মাইকেল চেজের এ সফর নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। পেন্টাগনের একজন মুখপাত্র বলেন, সুনির্দিষ্ট অপারেশন সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নেই। তবে আমি বলতে চাই, চীনের বর্তমান হুমকি মোকাবিলায় তাইওয়ানের সঙ্গে আমাদের সহায়তা ও প্রতিরক্ষা সম্পর্ক যথাযথ অবস্থানে রয়েছে।

এর আগে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চু কুয়ো- চেঙ জানান, এ সফরের বিষয়ে তিনি খুব বেশি নিশ্চিত নন। মাইকেল চেজ তাইওয়ান সফরে আসতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বন্ধুপ্রতীমদের সবসময়ই স্বাগতম। তবে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার আগ পর্যন্ত আমি আর বিস্তারিত বলব না। ২০১৯ সালের পর তাইওয়ান সফর করা শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা মাইকেল চেজ। তবে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কখনোই ভালোভাবে নেয় না চীন। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে থাকে চীন।

এনবিএস/ওডে/সি

news