ইয়েমেনে ছেলের হত্যাকারী ফাঁসির আসামিকে ক্ষমা করলেন পিতা
ক্ষমা মহত্বের লক্ষণ আর এবারে তা যেন বাস্তব দেখা গেল অনেকটা নজীর হিসেবেই। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার দেশটির আঞ্চলিক গোত্র ‘মারিব’ প্রধানের ছেলে সাদ্দামকে এক বছর আগে হত্যার দায়ে আসামি রাবিহ আল দামাসি যখন ফাঁসির কাঠগড়ায় ঠিক তখনই আব্দুল্লাহ আল কাহাতি (সাদ্দামের পিতা) বিনা দ্বিধায় ক্ষমার এ ঘোষণা করেন।
জানা যায়, সাদ্দামকে ইচ্ছাকৃত ভাবেই হত্যা করেছিল রাবিহ। সমাজের গণ্যমান্য আরব শেখ ও অন্যান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে হাত তুলে নাটকীয়ভাবেই কাহাতি বলেন, আমি আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিলাম।
সাক্ষীরা জানান, এর আগেও তিনি তার আরেক ছেলে হত্যকারীকেও ক্ষমা করেছিলেন। এ ঘটনাটি এরইমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির জনগণ কাহাতির এমন গুণে মুগ্ধ হয়ে প্রশংসাও করেছেন।
জানান যায়, সাদ্দামের মা ছেলের কবরের পাশেই অস্থায়ী একটি ক্যাম্পে বাস করতেন। তিনি তার স্বামীকে অনুপ্রাণিত করেন রাবিহ কে ক্ষমা করে দেওয়ার জন্য। আর তা থেকেই কাহাতি প্রতিশোধের পরিবর্তে ক্ষমাকেই বেছে নেন।
এনবিএস/ওডে/সি


