চীন-তাজিকিস্তান সীমান্তে ৭.৩ মাত্রার ভূমিকম্প
বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি চীন-তাজিকিস্তান সীমান্তে স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ৭ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প হয়।
বার্তা সংস্থা রয়টার্স চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে বলছে, তাজাকিস্তান ও চীনের শিঙজাং সীমান্তে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পটি চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে এবং জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় এবং আর্টাক্সে তীব্রভাবে অনুভূত হয়েছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, কাশগরে বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এনবিএস/ওডে/সি


