অর্থ আত্মসাত-পাচারের অভিযোগ লেবাননের কেন্দ্রীয় ব্যংক গভর্নরের বিরুদ্ধে
বৃহস্পতিবার লেবাবননের বিচারক রাজা হামুজ অভিযুক্ত সালামেহ, তার ভাই রাজা ও এক উপদেষ্টা মারিয়ানে হোয়াইয়েকের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, ১৮ মাসের তদন্ত শেষে দেখা গেছে ২০১৫ ও ২০২২ সালে সালামেহ ও তার ভাই ৩০০ মিলিয়ন ডলার লেবানন কেন্দ্রীয় ব্যাংক থেকে আত্মসাত ও পাচার করেছেন।
দেশটির বিচার বিভাগ ছাড়াও পাঁচটি ইউরোপিয়ান দেশ অভিযুক্তদের বিরুদ্ধে একই কারণে তদন্ত করে। তবে তার ভাই রাজা অভিযোগটি অস্বীকার করেন। এছাড়াও গভর্ণর বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি রয়টার্সের কাছে।
সালেমেহ অবশ্য পালটা অভিযোগে বলেন তাকে দেশটির অর্থনৈতিক দুরবস্থার জন্যই বলির পাঠা বানানো হয়েছে। তিন দশক ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেও জানান তিনি।
২০২২ সালের জুলাই মাসে বিচার বিভাগীয় তদন্ত শেষ হয়েছে বলেও জানান আদালত।
দেশটির কৌসুলি ঘাশান কুইদাত অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ আত্মসাত, পাচার ও কর ফাঁকির অভিযোগ এনে মামলা দায়ের করেন। কিন্ত পরে নিজেকে রক্ষা করতে মামলার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে অন্য কাউকে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেন।
সালামেহ ১৯৯৩ সাল হতে দেশটির ক্ষমতাশালী কিছু নেতৃবৃন্দের সহায়তায় এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছরের জুলাইয়ে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
এনবিএস/ওডে/সি


