‘বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের অন্তরের গভীরে রাশিয়া-বিদ্বেষ প্রোথিত’
বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মনের গভীরে অযৌক্তিক রাশিয়া-বিদ্বেষ প্রোথিত রয়েছে এবং তারা আরেকটি বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে চাইছেন। অ্যারিজোনার রিপাবলিকান কংগ্রেসম্যান পল গোসার একথা বলেছেন।
এক টুইটার পোস্টে তিনি বলেন, ইলন মাস্ক সঠিক বলেছেন যে, আন্ডার সেক্রেটারি অব স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ড ইউক্রন যুদ্ধকে সামনে ঠেলে দিচ্ছেন। অ্যারিজোনার আইনপ্রণেতা বলেন, ভিক্টোরিয়া নুল্যান্ড এবং অ্যান্টনি ব্লিনকেন- দুজনের মনের গভীরেই অযৌক্তিক রাশিয়া-বিদ্বেষ ভরপুর এবং তারা আমেরিকাকে আরেকটি বিশ্বযুদ্ধে জড়িয়ে দিতে চান। যারা আমাদের সবাইকে হত্যা করতে চান তারা খুবই বিপজ্জনক মূর্খ।"
অন্য এক টুইটে পল গোসার বলেন, নুল্যান্ড সেনা নন অথচ তিনি পরিপূর্ণভাবে সহিংসতা এবং যুদ্ধ চান। গোসার বলেন, নুল্যান্ড রাশিয়ায় সরকার পরিবর্তনের কর্মসূচি অনুমোদন করেছেন, নর্ডস্ট্রিম পাইপলাইন বিস্ফোরণের পর উল্লাস করেছেন এবং অনির্দিষ্টকালের জন্য অস্ত্রের প্রবাহ অব্যাহত রাখার কথা বলেছেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে আমেরিকা যে নীতি গ্রহণ করেছে তার বিপক্ষে কথা বলে আসছেন পল গোসার। গত অক্টোবর মাসে তিনি প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করে বলেছিলেন, বাইডেন দেশের জনগণের স্বার্থে কাজ করছেন না। সে সময় তিনি ইউক্রেনের জন্য সহায়তা কাটছাঁট করার আহ্বান জানান।
খবর পার্সটুডে/এনবিএস/২০২/একে


