‘আমি যদি রহস্যময় পরিস্থিতিতে মারা যাই…’, ইলোন মাস্কের টুইট ঘিরে জল্পনা

 সপ্তাহখানেক আগেই ৪৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনেছেন ধনকুবের ইলোন মাস্ক। সোমবার তাঁর একটি টুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে বিশ্ব জুড়ে। টুইটারে তিনি যা লিখেছেন তার অর্থ, “আমি রহস্যময় পরিস্থিতিতে মারা যেতে পারি। জীবনের নানা সময়ে আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে ভাল লেগেছে।” অপর একটি টুইটে মাক্স দাবি করেছেন, পেন্টাগন থেকে ইউক্রেনে ‘কিছু জিনিসপত্র’ পৌঁছে দেওয়া হয়েছে।
অনেকের ধারণা, ইউক্রেনকে সাহায্য করার জন্য রাশিয়া মাস্ককে হুমকি দিয়েছে। তাই বিশ্বের ধনীতম ব্যক্তি মাস্ক নিজের ‘রহস্যময় মৃত্যুর’ সম্ভাবনার কথা লিখেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। ওই মাসেই ইউক্রেনে মাস্কের কোম্পানি স্পেস এক্সের ব্রডব্যান্ড পরিষেবা শুরু হয়। মাস্কের টুইট পড়ে অনেকে বলেছেন, ‘রহস্যময় মৃত্যুর’ কথা লেখার সময় ধনকুবের প্রকৃতস্থ ছিলেন না। অনেকের ধারণা, মাস্কের ওপরে বিরাট করের বোঝা চাপানো হয়েছে। তাই তিনি ওই ধরনের পোস্ট করেছেন। কেউ কেউ ওই টুইটকে স্রেফ মজা বলে উড়িয়ে দিচ্ছেন। 
গত কয়েকমাস ধরে নানা বিতর্কিত টুইট করে চলেছেন মাস্ক। তিনি একবার লিখেছিলেন, টুইটারে ক্রমশ মতপ্রতকাশের স্বাধীনতা হ্রাস পাচ্ছে। গত মাসে তিনি টুইটারের বোর্ডে যোগ দিতে অস্বীকার করেন। পরে শোনা যায়, তিনি নিজেই টুইটার কিনে নিয়েছেন। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news