ক্যালিফোর্নিয়ায় ঝড়ে সৃষ্ট তুষার ও বৃষ্টিপাতে কয়েক হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন
শনিবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ৮৫ হাজার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরের বাসিন্দারা এ অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। জানা যায়, ক্যালিফোর্নিয়ায় সৃষ্ট এ ঝড়ের ফলে অতিরিক্ত ঠান্ডা বৃষ্টিতে রাস্তায় বরফের আস্তরণ পড়ে গেছে।
ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগ জানিয়েছে, শহরটির উত্তরের সবচেয়ে বড় মহাসড়ক ইন্টারস্টেট -৫ এসময় বন্ধ করে দেওয়া হয় ভারী তুষারপাতের কারণে। এছাড়াও বন্যার কারণে লস এঞ্জেলসের দক্ষিণের দিকে প্রবেশের ও শরটির অভ্যন্তরে সকল সড়কগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার উত্তর ক্যালিফোর্নিয়াম সান ফ্রানসিস্কো এসময় সর্বিনিম্ন তাপমাত্রা রেকর্ড করে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাত ও তুষার অব্যাহত থাকায় আবহাওয়া দপ্তর বাসিন্দাদের এক সতর্কতায় রোববার থেকে বুধবার পর্যন্ত প্রদেশটির রাজধানী সাক্রামেন্টো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। প্রচন্ড তুষারপাত ও ঝড়ো বাতাসের কারণে সড়কে ড্রাইভিংয়ের কোন সুযোগ নেই বলে এক টুইটে জানিয়েছে দপ্তরটি।
আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, রোববার থেকে ঘণ্টায় ৫০মাইল (৮০ কিলো প্রতি ঘণ্টায়) ও সাক্রামেন্টোতে প্রতি ঘণ্টায় ৭০ মাইল বেগে ঝড়ের সঙ্গে দমকা হাওয়া বয়ে যাবে সাক্রামেন্টো ভ্যালী ও সিয়েরা নেভাদার পাহাড়ী এলাকাগুলোতে। এদিকে ইয়োসেমাইট জাতীয় যাদুঘরটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।
আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র, কলেজ পার্ক ম্যারিলান্ডের কর্মকর্তা আবহাওয়াবিদ ব্রায়ান জ্যাকসন বলেন, আর্কটিক থেকে তৈরি নিম্নচাপ থেকেই এ ঝড়ের সৃষ্টি হয়েছে।
এনবিএস/ওডে/সি


