ক্লাসে বসে ভিডিওগেমে মজে পড়ুয়া, কেড়ে নেওয়ায় শিক্ষিকাকে বেধড়ক লাথি, ঘুষি!
ক্লাস চলাকালীন ভিডিও গেম (video game) খেলায় ছাত্রের (student) হাত থেকে সেটি কেড়ে নিয়েছিলেন শিক্ষিকা (teacher)। এতেই মেজাজ হারিয়ে ফেলে ১৭ বছর বয়সি ওই পড়ুয়া। তারপর ছুটে গিয়ে শিক্ষিকার উপর চড়াও হয় সে। মেঝেতে ফেলে বেধড়ক করে। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার (Florida) মাতানজাস হাইস্কুলে।
সূত্রের খবর, ক্লাসে বসে ভিডিও গেম খেলছিল ওই ছাত্র। সেটি লক্ষ্য করেছিলেন শিক্ষিকা। এরপর ক্লাস শেষ হতেই ছাত্রের হাত থেকে সেটি কেড়ে নেন তিনি। তারপর বেরিয়ে যান ক্লাসরুম থেকে। অভিযোগ, এরপরই ছুটে গিয়ে শিক্ষিকার উপর আক্রমণ করে সে। স্কুলের বারান্দায় শিক্ষিকাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর শুরু হয় পরপর লাথি, ঘুষি। ছাত্রের মারের চোটে জ্ঞান হারান ওই শিক্ষিকা।
পড়ুয়াদের চোখে পড়তেই তারা সঙ্গে সঙ্গে ওই ছাত্রকে আটকানোর চেষ্টা করে। ছুটে আসেন অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও। তাঁরা সকলে মিলে সরিয়ে নিয়ে যায় ওই পড়ুয়াকে। অভিযোগ, ওই শিক্ষিকা জ্ঞান হারানোর পরেও মার থামায়নি ছাত্র। ঘটনার খবর পেয়েই ওই স্কুলে ছুটে আসে পুলিশ। এরপর অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে ওই শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বেধড়ক মারের চোটে পাঁজর ভেঙে গিয়েছে ওই শিক্ষিকার। আঘাত লেগেছে শরীরের অন্য জায়গাতেও। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওই দৃশ্য। যা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ জানিয়েছে, যেভাবে ওই শিক্ষিকাকে আক্রমণ করা হয়েছিল, তাতে তাঁর মৃত্যুও হতে পারত।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে


