গুগল এবার জায়গা ‘ছাঁটাই’ করছে, কর্মীদের ডেস্ক কেড়ে নিচ্ছেন সুন্দর পিচাই! হলটা কী

বিশ্বজুড়ে আর্থিক মন্দা। বিশ্বের বড় বড় কোম্পানিগুলি এখন ব্যয় কমাতে চাইছে। অতিরিক্ত খরচ রাশ করতে নিয়ে ফেলছে একের পর এক পদক্ষেপ। একসঙ্গে ১২ হাজার কর্মী ছাঁটাই করে দিয়েছিল গুগল (Google)। এবার ব্যয় কমাতে আরও এক ধাপ এগোল এই বহুজাতিক কোম্পানিটি। গুগল তাদের কর্মীদের থেকে নিয়ে নিতে চলেছে তাঁদের ডেস্ক! সংবাদমাধ্যম সূত্রে খবর, টেক কোম্পানিটি তার কর্মীদের একে অপরের সঙ্গে ডেস্ক শেয়ার (Share Desks) করে কাজ করতে অনুরোধ করেছে।

বিশ্বজুড়ে অনেক অফিস রয়েছে গুগলের। শোনা যাচ্ছে, কিছুদিন পর গুগল তাদের বেশকিছু ভাড়া নেওয়া অফিস ছেড়ে দেবে। যার ফলে ব্যয় কিছুটা কমবে বলে আশাবাদী গুগল কর্তৃপক্ষ। তবে অফিস ছাড়ার আগে কর্মীদের ডেস্ক শেয়ার করার প্রস্তাব দেওয়া হয়েছে।

মার্কিন মুলুকে গুগলের যে বড় বড় দফতর রয়েছে সেইসব দফতরে এই নিয়ম চালু হতে চলেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, গুগল তাদের ‘ক্লাউড’ বিভাগের কর্মীদের জন্য প্রথমে এই নিয়ম চালু করবে। জানা যাচ্ছে, ক্লাউডে বিনিয়োগ বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, সিয়াট‌ল, সানিভেল, ক্যালিফোর্নিয়ার অফিসে যেসব কর্মী কাজ করেন, তাঁরা এবার তাঁদেরই সহকর্মীর সঙ্গে ডেস্ক শেয়ার করবেন।

কীভাবে একই ডেস্কে কাজ করবেন কর্মীরা? কোম্পানি সূত্রে খবর, তারা তাদের কর্মীদের বিকল্প দিনে অফিসে আসতে বলেছে। অর্থাৎ, যে কর্মী অন্যের সঙ্গে শেয়ার করছেন, তিনি যেদিন অফিস আসবেন তাঁর সহকর্মী সেদিন বাড়ি থেকে কাজ করবেন।

গুগল মনে করে এই নতুন পদ্ধতিতে কাজ করলে জায়গার সঠিক ব্যবহার করা সম্ভব হবে। পাশাপাশি একে অন্যের সঙ্গে কাজের ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। শুধু তাই নয়, কর্মীরা যেমন অফিস আসতে পারবেন, তেমন সপ্তাহের কয়েকদিন বাড়িতেও থাকতে পারবেন। জানা গেছে, এই জায়গা বরাদ্দের জন্য একজন ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ করা হবে। যিনি গোটা বিষয়টা নজর রাখবেন।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news