হোলান্ডের দলবদলে মৃত্যুর পর ৪৫৭ কোটি টাকা পাচ্ছেন রাইওলা

ইউরোপের ফুটবল বাজারে খেলোয়াড়দের দলবদলে সুপার এজেন্ট হিসেবে পরিচিত ছিলেন মিনো রাইওলা। আর্লিং হোলান্ডের এজেন্টও ছিলেন রাইওলা। হোলান্ডের দলবদলে কাজের পারিশ্রমিক হিসেবে মৃত্যুর পরও ৫ কোটি ইউরো বা ৪৫৭ কোটি টাকা পেতে যাচ্ছেন রাইওলা। 

আর্লিং হোলান্ডের রিলিজ ক্লজ হিসেবে ডর্টমুন্ডকে সাড়ে ৭ কোটি ইউরো দেবে ম্যানচেস্টার সিটি। তবে হোলান্ডকে দলে পেতে সিটির মোট খরচ হবে ৩৫ কোটি ইউরো। যেখান থেকে রাইওলার এজেন্ট প্রতিষ্ঠানকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে ৪ কোটি ইউরো। এ ছাড়াও ডর্টমুন্ডের কাছ থেকেও ১ কোটি ইউরো পারিশ্রমিক হিসেবে পাবেন রাইওলা। 

তবে ম্যানসিটির ব্যয় করা ৩৫ কোটি ইউরোর মাঝে দলটির সাবেক খেলোয়াড় ও হোলান্ডের বাবা আলফি পাবেন ৩ কোটি ইউরো।

news