নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে এজাজ প্যাটেল

ত বছর নভেম্বরে ভারত সফরে এসে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে দশ উইকেট নিয়ে আলোচনায় উঠে আসেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত বাহাতি স্পিনার এজাজ ইউনুস প্যাটেল। গত বছর নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২০ ক্রিকেটারের মাঝে তিনি না থাকলেও ২০২২-২০২৩ সালের নতুন চুক্তিতে থাকছেন এজাজ প্যাটেল এমনাই দাবি নিউজিল্যান্ডের স্থানীয় কিছু গণমাধ্যমের। 

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের স্কোয়াডে এজাজ না থাকায় ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই হতাশ প্রকাশ করেছিলেন।

নিউজিল্যান্ডের ২০২২-২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেতে যাওয়া সম্ভাব্য ক্রিকেটারদের তালিকা: উইলিয়ামসন, গাপটিল, সাউদি, বোল্ট, বøান্ডেল, কনওয়ে, গ্রান্ডহোম, ব্রেসওয়েল, ফার্গুসন, হেনরি, জেমিসন, লাথাম, ড্যারিল মিচেল, নিকোলস, এজাজ, ফিলিপস, স্যান্টনার, সোধি, ওয়াগনার, উইল ইয়ং।

news