আগামী মৌসুমে ম্যানইউ’র চ্যাম্পিয়নস লিগে খেলার আশা ছেড়ে দিয়েছেন দলটির প্রধান কোচ
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেতে দলটিকে থাকতে শীর্ষ্য চারে। দলটির হাতে চার ম্যাচ বাকি থাকতেই সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার আশা ছেড়ে দিয়েছেন দলটির প্রধান কোচ রালফ র্যাংনিক।
র্যাংনিক বলেন, আমি মনে করি না চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে জল্পনা-কল্পনা করার কোন অর্থ আছে। আমারে বাস্তববাদী হতে হবে। সামনের চারটি ম্যাচ জিততে পারলেও শীর্ষ চারে থাকাটা আমাদের হাতে নেই। আমাদের হাতে যা আছে তা হলো আমরা কীভাবে খেলব। আমাদের পারফরম্যান্সের মান কেমন হবে। সম্ভাব্য সেরা অবস্থানে থেকে মৌসুম শেষ করাটা গুরুত্বপূর্ণ।


