ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শুক্রবার শুরু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল
কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ড-পর্তুগালের ম্যাচ দিয়ে শেষ হয়েছে রাউন্ড অব সিক্সটিনের খেলা। সেই সঙ্গে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের দলগুলো। চমক দেখিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। শুক্রবার ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ সময় রাত ৯টায় খেলা শুরু হবে।
বিশ্বকাপে ফেভারিটের তকমা গায়ে লাগানো ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো বড় দলগুলো জায়গা করে নিয়েছেন শেষ আটের লড়াইয়ে।
এছাড়াও ফেভারিটের তকমায় না থেকেও পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়া সামিল হয়েছে কোয়ার্টার ফাইনালের দৌড়ে।
হতাশার জন্ম দিয়েছে স্পেন। আসরে ফেভারিটের তকমা নিয়ে এসেও মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্প্যানিশরা।
এনবিএস/ওডে/সি