হামাসের যুদ্ধবিরতির পরিকল্পনা
গাজায় ইসরায়েলের হামলা বন্ধের একটি ‘ব্যাপক ভিত্তিক পরিকল্পনা’ দিয়েছে হামাস। ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাঈল হানিয়া বুধবার এক টেলিভিশন ভাষণে পরিকল্পনার কথা জানান।
এ পরিকল্পনায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের সঙ্গে সঙ্গে সীমান্ত ক্রসিং খুলে দেওয়া, বন্দি বিনিময় করা এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের নতুন রাজনৈতিক দিগন্ত উম্মোচন করার কথা বলা হয়েছে।
তিনি বলেন, (ইসরায়েলি প্রধানমন্ত্রী) নেতানিয়াহু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে কালক্ষেপন করছেণ এবং তার সমর্থকদের ধোকা দিচ্ছেন।
হানিয়া বলেন, ডানপন্থী ফ্যাসিবাদী ও বর্ণবাদী গ্রুপগুলোর পরিচালনাকারী নেতানিয়াহুই বর্তমান সংঘাতের জন্য দায়ী। আগ্রাসন বন্ধের আন্তর্জাতিক প্রচেষ্টা বাধাদান না করতে তিনি যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের সমর্থকদের প্রতি দাবি জানান।
৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পর তার প্রতিশোধ নিতে সেই দিন থেকেই গাজা উপত্যাকায় বিমান হামলা শুরু করে। একটানা বিমান হামলার সঙ্গে এখন যোগ হয়েছে স্থল হামলা। এতে গাজায় ৮ হাজার ৭৯৬ জন। তাদের অর্ধেকই শিশু।
বিপুল সংখ্যক মানুষ হতাহত ও বাস্তচ্যূত হওয়ার পাশাপাশি মৌলিক সরবরাহ ফুরিয়ে গেছে। ইসরায়েলে অবরোধের কারণে সেখানে কোন কিছুই প্রবেশ করতে পারছে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


